প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ১১:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২১, ৭:১০ পি.এম
খোকসায় প্রণোদনার সার ও বীজ বিতরণ করলেন এমপি জর্জ
হুমায়ুন কবির, খোকসা/
২০২১-২২ ইং অর্থবছরের রবি মৌসুমের গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনার কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করলেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
উপজেলা নির্বাহি অফিসার মেজবা উদ্দীন এর সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস চত্বরে মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২৮ টি কৃষি ব্লকের মোট ২ হাজার ৩৬০ জন কৃষকের মাঝে প্রণোদনা সার ও বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানের উক্ত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আখতার, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদ সদস্য মুজাহিদুল ইসলাম বাবলু, সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা ও মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান প্রমুখও।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস সূত্রে জানা গেছে, ৬'শ জন কৃষকের মাঝে গম বীজ, ৪'শ জন কৃষকের মাঝে ভূট্টা বীজ, ৪'শ জন কৃষকের মাঝে সরিষা বীজ, ১'শ জন কৃষকের মাঝে সূর্যমুখি বীজ, ২০ জন কৃষকের মাঝে চিনাবাদাম বীজ, ১'শ ৫০ জন কৃষকের মাঝে পিঁয়াজ বীজ, ১'শ জন কৃষকের মাঝে মুগডালের বীজ, ৫'শ ৬০ জন কৃষকের মাঝে মসুর বীজ ও ৩০ জন কৃষকের মাঝে খেসারী বীজ ও প্রতিজন কৃষক বিঘা প্রতি রাসায়নিক সার ডিএমপি ১০ কেজি, ও এমওপি ১০ কেজি বিতরণ করা হয়।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি