October 31, 2024, 5:33 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনায় আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের পরও থামছে না কিশোর গ্যাংয়ের তৎপরতা। দিন দিন তারা হয়ে উঠছে ভয়াবহ। এমন একটির গ্যাংয়ের সন্ধান পেয়েছেন র্যাব-৬ এর সদস্যরা।
মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ জন কিশোর ও একজন কিশোরীকে আটক করা হয়েছে বলে র্যাব-৬’এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন। সোমবার দুপুরে মহানগরীর লবনচরাস্থ র্যাব সদর দফতরে প্রেস ব্রিফিংয়ে র্যাব অধিনায়ক জানান, সদর কোম্পানির অভিযানিক দল রোববার মহানগরীর পুরাতন স্টেশন রোড, ৭নং ঘাট ও নিরালা এলাকা থেকে একজন কিশোরী ও ১২ জন কিশোর অপরাধীকে আটক করেছে। তারা মাদকাসক্ত হয়ে নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদক ও ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।
আটক হওয়া এসব কিশোর অপরাধীদের সমাজসেবা অধিদফতরের প্রভেশন কর্মকর্তা নিগার সুলতানার কাছে হস্তান্তর করা হয়েছে। তারা তাদের বয়স বিবেচনা করে অপরাধ বিচার করবেন।
Leave a Reply