December 22, 2024, 5:11 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের নবনিযুক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আতাউল হককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। আজ (০৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় তিনি দায়িত্ব প্রদানের জন্য কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের জন্য অফিসের সকলের সহযোগিতা কামনা করেন। অফিসের উপ-রেজিস্ট্রার ড. আমানুর রহমান, উপ-রেজিস্ট্রার মোঃ আব্দুল মোত্তালেব, উপ-রেজিস্ট্রার মোঃ সাহেদ হাসান, উপ-পরিচালক মোঃ রাজিবুল ইসলাম, উপ-রেজিস্ট্রার (ফটোগ্রাফি) শেখ আবু সিদ্দিক, উপ-রেজিস্ট্রার তারেক মাহমুদ হোসেন, সহকারী রেজিস্ট্রার মোঃ রাশিদুজ্জামান খান (টুটুল) প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ০৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে মোঃ আতাউল হককে তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব প্রদানের পর ঐ দিনই তিনি উক্ত পদে যোগদান করেন। তিনিই প্রথম অফিসটির পরিচালক (ভারপ্রাপ্ত) পদে দায়িত্ব পালনের সুযোগ লাভ করলেন।
Leave a Reply