October 31, 2024, 5:29 am
স্পোর্টস ডেস্ক/
ক্রিকেটের যেকোনো বড় আসরে ব্যর্থতা মানেই জাতীয় দলে পরিবর্তন আভাস। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। চলমান টি-২০ বিশ্বকাপে ভরাডুবির পর জাতীয় দলে বড় পরিবর্তনের আভাস দিয়েছেন টিম ডিরেক্টর হিসেবে সদ্য দায়িত্ব পাওয়া খালেদ মাহমুদ সুজন। সুজন বললেন, ‘তাড়াহুড়া করলে তো কিছুই হবে না। একটা ধাক্কা তো এসেছে। আমরা ভালো করিনি। এটা তো রকেট সাইন্স না যে হঠাৎ করেই পরিবর্তন চলে আসবে, আমরা জেতা আরম্ভ করব- এটা হবে না। সময়সাপেক্ষ ব্যাপার।’ এরই সঙ্গে তিনি আরও বলেন, ‘আমাদের ধৈর্য ধরতে হবে। যারা আছে সবাই সামর্থ্যবান। বাইরে আরও কিছু ছেলে আছে। পরিবর্তন অবশ্যই হবে, হওয়াটাই স্বাভাবিক। জানুয়ারিতে হয়তো পরিবর্তন আসতে পারে। কিন্তু এই সিরিজ যেহেতু এত কাছে। খুব বড় পরিবর্তন হবে তা না।’ আনুষ্ঠানিকভাবে বোর্ড চূড়ান্ত না করলেও জানা গেছে পাকিস্তান সিরিজে ডাক পাচ্ছেন তরুণ কয়েকজন ক্রিকেটার। তবে তরুণরা খেললেই যে রাতারাতি সাফল্য এনে দেবে সে ভাবনাতে লাগাম দিতে বললেন সুজন। সুজন বলেন,‘তরুণরা খেললেই বাংলাদেশ জিতবে এমন নয়। কিন্তু ছেলেদের তৈরি করা বড় ব্যাপার। এটা আস্তে আস্তে, পর্যায়ক্রমে করতে হবে।’
Leave a Reply