দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীক প্রার্থীর সভায় অস্ত্র প্রদর্শনের অভিযোগ উঠেছে। নির্বাচনী কর্মকর্তারা বলছেন এটা বেআইনী কাজ হয়েছে।
বুধবার (৩ নভেম্বর) বিকেলে মেহেরপুরের গাংনীর কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
এ দিন বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলজার হোসেনের নির্বাচনী কর্মীসভা হয়। এ সময় গোলজারের ঘনিষ্ঠ আব্দুল হান্নান নামের এক ব্যবসায়ী লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র (শটগান) নিয়ে সভার মঞ্চে উঠেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম। আর প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। উপস্থিত ছিলেন গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন ও গাংনী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।
বিষয়টি নিয়ে আব্দুল হান্নান বলেন, আমি একজন ব্যবসায়ী। অস্ত্রটি আমার লাইসেন্স করা। আগ্নেয়াস্ত্র সবসময় আমার সঙ্গেই থাকে।
তিনি বলেন সভায় অস্ত্র নিয়ে গেলে কি সমস্যা সেটা আমি জানিনা।
বিষয়টি আদৌ কিছু জানেন না বলে দাবি করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। তবে তিনি বলেন একজন লাইসেন্সধারী অস্ত্র নিয়ে কোথাও গেলেই সেটা অস্ত্র প্রদর্শন করেছে এমন ভাবার দরকার কি ।
অবশ্য ছবিতে দেখা যায় হান্নান অস্ত্র হাতে ঠিক তার পেছনেই দাঁড়ানো।
উপজেলা রিটার্নিং অফিসার আব্দুল আজিজ জানান, যে কোনো প্রকার অস্ত্র প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ। বিষয়টি পুলিশ খতিয়ে দেখতে পারে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বৃহস্পতিবার সকালে বলেন, বিষয়টি পুলিশ জানতে পেরেছে। কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি