October 31, 2024, 7:23 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় একসঙ্গে জন্ম নেয়া পাঁচজনের মধ্যে চতুর্থ শিশুরও মৃত্যু হয়েছে। বুধবার রাত ১২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শিশুটি মারা যায়। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আশরাফুল আলম। এর আগে বুধবার সকাল ১০টার দিকে পাঁচ শিশুর মধ্যে ছেলেটি এবং বেলা আড়াইটা ও বিকেল ৪টার দিকে দুটি মেয়ে শিশু মারা যায়। এ নিয়ে চার শিশুর মৃত্যু হলো। নিহত শিশুর বাবা সোহেল রানা বলেন, পাঁচ সন্তানের জন্মের পর খুব খুশি হয়েছিলাম। কিন্তু বুঝতে পারিনি খুশি এত দ্রুত হারিয়ে যাবে। ডাক্তাররা ঢাকায় নেয়ার কথা বললেও টাকার সমস্যার কারণে নিতে চাইনি। পরদিন বুধবার সকালে একমাত্র ছেলে শিশুটি মারা যায়। তবে কুষ্টিয়া ছাত্রলীগের পক্ষ থেকে ৩০ হাজার টাকা দিয়েছে। জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. শাহীন আক্তার সুমন বলেন, পঞ্চম শিশুটিকে এখনো স্ক্যানো ওয়ার্ডে আলোর তাপে রাখা হয়েছে। তাকে নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে।
Leave a Reply