December 22, 2024, 3:21 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গার আলোমডাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরেক কিশোরী। মঙ্গলবার (২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ঐ শিক্ষার্থী।
মারা যাওয়া খাদিজা খাতুন (১৩) আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের মাঠপাড়ার আজির উদ্দিনের মেয়ে ও হাটবোয়ালিয়া বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
এ ঘটনায় আহত হালিমা খাতুন একই পাড়ার আফাজ উদ্দিনের মেয়ে ও একই বিদ্যালয়ে খাদিজার সহপাঠী।
ঘটনা ঘটেছে উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের মাঠপাড়ায়।
পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে খাদিজা খাতুন ও হালিমা খাতুনসহ কয়েকজন বান্ধবী মিলে বাড়ির পাশের এসকেএসবি ইটভাটার উঁচু মাটির ঢিবির ওপর বসে খেলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত খাদিজা ও হালিমা বিদ্যুতের তারে হাত দিলে দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গা হারদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে খাদিজাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে খাদিজার মৃত্যু হয়। অন্যদিকে হালিমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান বিয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply