প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৬:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২১, ৭:১৩ পি.এম
খোকসায় মাদকসম্রাট টোকন কে পুলিশে দিল এলাকাবাসী
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ডজনখানেক মাদক মামলার আসামি সম্রাট টোকন শেখ (৩৫) কে গাঁজা ও ইয়াবা বিক্রি অবস্থায় এলাকাবাসী উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে দিল। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের। মাদক সম্রাট টোকন শেখ (৩৫) ওসমানপুর ইউনিয়নের মৃত আফাজ শেখের ছেলে। জানাগেছে, একযুগ ধরে এলাকার উঠতি বয়সের যুবকদের মাঝে গাজা, ইয়াবা ফেনসিডিল সহ বিভিন্ন মাদক দ্রব্য বিক্রি করে আসছে মাদক সম্রাট টোকন শেখ।
অন্যান্য দিনের মতো রবিবার রাত সাড়ে এগারোটার সময় নিজ গ্রামের জৈনক ওয়াজেদ আলীর বাড়ির সামনে মাদক বিক্রির রত অবস্থায় এলাকাবাসী তাকে ধাওয়া করে।
স্থানীয় এলাকাবাসী উত্তম-মাধ্যম দিয়ে পরে রাতেই পুলিশকে সংবাদ দেয়। খোকসা থানা পুলিশের একটি টিম রাতে টোকন শেখ কে উদ্ধার করে থানায় আনে। এ সময় তার কাছ থেকে ১'শ গ্রাম গাঁজা ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ব্যাপারে খোকসা থানার এসআই সৈয়দ আজাদ আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান জানান, মাদক সম্রাট টোকনের বিরুদ্ধে খোকসা থানায় ডজনখানেক মাদকের মামলা রয়েছে। দীর্ঘদিন সে মাদক বিক্রি পেশার সাথে জড়িত বলেও ওসি নিশ্চিত করেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি