প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ১২:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২১, ৭:৫৪ পি.এম
মলম পাটি লুটে নিল ব্যবসায়ীর চার লক্ষ টাকা
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কাপড় ব্যবসায়ী প্রতিনিয়ত কাপড় নিয়ে বিক্রয় করতে যান পিরোজপুরে। প্রতিবারের ন্যায় গত সপ্তাহে গিয়েছিল চার লক্ষ টাকার কাপড় নিয়ে পিরোজপুরে বিক্রি করতে।
শনিবার( ৩০ অক্টোবর) সকালে পিরোজপুরের থেকে কুষ্টিয়ার খোকসা বিআরটিসি পরিবহন করে আসার পথে ফরিদপুর পার হওয়ার পর মলম পার্টির খপ্পরে পড়ে কাপড় ব্যবসায়ী আব্দুল করিমের কাছে থাকা চার লক্ষ টাকা লুটে নিয়েছে সঙ্ঘবদ্ধ একটি চক্র।
অজ্ঞানহীন আব্দুল করিম (৫৫) এর বাড়ি কুষ্টিয়ার খোকসা পৌরসভা থানাপাড়া। সে মৃত আব্দুল করিম মোল্লা ছেলে।
বিআরটিসি বাসের মধ্যে অজ্ঞানহীন অবস্থায় পরে থাকার সংবাদ পরিবহনের শ্রমিকরা আব্দুল করিমের ছেলে হোসেন মোল্লা কে জানালে বিআরটিসি গাড়ি থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ জরুরী বিভাগে আনেন।
জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার সাইদুজ্জামান প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেন। তিনি বলেন, কাপড় ব্যাবসায়ী আব্দুল হান্নানের অবস্থা এখনও সঙ্কটাপন্ন। ৭২ ঘন্টা গেলে রুগীর অবস্থা যানা যাবে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি