দৈনিক কুষ্টিয়া অনল্ইান/
কুষ্টিয়ার কুমারখালীতে বিদ্যুতের খুঁটিতে ইন্টারনেটের তার বাঁধতে গিয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে খুঁটিতেই নিমর্মভাবে মৃত্যুবরণ করেছেন সবুজ হোসেন (৩০) নামের এক ইন্টারনেট টেকনিশিয়ান। মৃত সবুজ জেলার কুমারখালী উপজেলার পশ্চিম লাহিনী পাড়ার গোসাই ডাঙ্গার জালাল উদ্দিনের ছেলে। সবুজের চাচাতো ভাই আমোদ মোল্লা জানান, শনিবার (৩০ অক্টোবর) সকাল ৮ টায় কুষ্টিয়ার কেসি টিভির কর্মস্হলে যান সবুজ। এরপর কেসি টিভি কর্তৃপক্ষ তাকে কুমারখালী উপজেলার তেবাড়িয়া মোড়ে বিদ্যুতের খুঁটিতে ইন্টারনেট তার বাঁধার দায়িত্ব দেয়।
সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যুতের খুঁটিতে উঠে তার বাঁধার এক পর্যায়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শরীরে আগুন ধরে যায় সবুজের। মুহুর্তেই মারা যান তিনি। কোমরে বেল্ট বাঁধা অবস্থাতেই বিদ্যুতের খুঁটিতে লাশ ঝুলতে থাকে তার লাশ।
খবর পেয়ে বেলা ১ টার দিকে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ নামিয়ে কুমারখালি থানা পুলিশের নিকট সোপর্দ করে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত র্কমকর্তা তালুকদার কামরুজ্জামান দৈনিক কুষ্টিয়াকে জানান বিষয়টি একাধিকবার নিষেধ করা সত্বেও এসব নেট প্রোভাইডাররা ঝুঁকি নিয়ে এ ধরনের কাজ করছেন। এবং জীবনহানির ঘটনা ঘটছে।
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল দৈনিক কুষ্টিয়াকে বলেন এ বিষয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা উচিত।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি