October 30, 2024, 8:01 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণা চলাকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকদের সাথে জাসদ প্রার্থীর কর্মী-সমর্থকদের এক সংঘর্ষ ঘটেছে। শুক্রবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের একতারপুর গ্রামে নির্বাচনী প্রচারণা চলাকালে এ ঘটনা ঘটে।
এ হামলার ঘটনায় বারুইপাড়া ইউনিয়নের জাসদের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমানের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে মামলা হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনী প্রচারণা চলাকালে একতারপুর গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মন্টুর কর্মী-সমর্থকদের সাথে জাসদের চেয়ারম্যান প্রার্থী ও বারুইপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমানের কর্মী-সমর্থকদের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধে।
উভয় দলের নেতা কর্মীরা কাঠের বাটাম দিয়ে একে অপরকে পিটিয়ে জখম করে। এসময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
আহতরা হলেন সুজাত আলী, মিলন হোসেন, তাহাজ্জত আলী, ওমর ফারুক, চঞ্চল আহমেদ, রানা আলী, ছলিম মন্ডল, মারুফ হোসেন, নাসির উদ্দীন, রকি, জিএম।
এদের মধ্যে ওমর ফারুক, চঞ্চল আহমেদকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা দুজন আওয়ামী লীগের সমর্থক। অন্যরা জাসদ সমর্থক বলে জানা গেছে।
নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মন্টু হামলায় আওয়ামী লীগের ১০ জন কর্মী আহত হন বলে দাবি করেন। তিনি জানান স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।
জাসদের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, আওয়ামী লীগের কর্মীরা তাদের সমর্থকদের ওপর হামলা করে। তিনি দাবি করেন আওয়মী লীগের কর্মরা প্রথমে জাসদের কবরবাড়ীয়া ও একতারপুর অফিস ভাঙচুর করে। প্রতিবাদ করায় তারা হামলা চালায়।
তিনি জানান উল্টো আমাদের বিরুদ্ধে মামলা করেছে। তারা নির্বাচনী প্রচারণা পারছেন না বলে জানান তিনি।
ওসি জানান শতাধিক ব্যক্তির নাম না উল্লেখ করে থানায় মামলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply