দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দলের সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেদের প্রার্থীর বিরুদ্ধে প্রার্থীতা ঘোষণা করার দায়ে কুষ্টিয়ায় ৯ আওয়ামী লীগ নেতাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কারের সুপারিশ করেছে মিরপুর উপজেলা আওয়ামীলীগ।
মিরপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ইউনিটের বিশেষ এক বর্ধিত সভায় এই সিদ্ধান্ত গ্রহন করে রিখিত আকারে জেলা আওয়ামী লীগের কাছে জমা দেয়া হয়েছে। সভায় মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল হালিমের সভাপতিত্ব করেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ বেন্দ্র মনোনীত ১১ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছে। এর বাইরে প্রায় ৯ জন আওয়ামী লীগ নেতা নিজেদের প্রার্থী ঘোষণা করে নির্বাচনী প্রচার প্রচারনা চালিয়ে আসছে। এটা বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র ৪৬ ক ও ট ধারা অমান্য।
এ অবস্থায় দলীয় সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করতে দলীয় পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার প্রয়োজন উল্লেখ করে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য জেলা আওয়ামী লীগের কমিটির কাছে বিশেষভাবে সুপারিশ করেছে মিরপুর উপজেলা আওয়ামী লীগ।
যাদেরকে বহিষ্কৃারের সুপারিশ করা হযেছে তারা হলেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম সেন্টু, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, শিল্প ও বাণিজ্য সম্পাদক আলমগীর হোসেন, তালবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মন্ডল,আমবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী টুটুল, কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহন লাল, মিরপুর থানা আওয়ামী লীগের সদস্য আসাদুজ্জামান সুমন, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মোঃ কবির বিশ্বাস, উপজেলা কৃষক লীগের সদস্য মোঃ ইব্রাহিম খলিল।
বিশেষ ঐ বর্ধিত সভায় মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিনের পরিচালনায় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু, সহ সভাপতি রবিউল হক রবি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতাহার আলী সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি