December 22, 2024, 9:58 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসিয়াল মোবাইল ফোন নম্বর ক্লোন করে প্রতারণার মাধ্যমে এক স্কুল শিক্ষকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শনিবার রাতে চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইউএনও শামীম ভূঁইয়া।
জিডি থেকে জানা যায়, জেলা সদরের কোটালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাফুজুল হক মিন্টুকে শুক্রবার দুপুরে ইউএনও’র মোবাইল ক্লোন করে ফোন দেওয়া হয়। তাকে ইউএনও’র পরিচয় দিয়ে বলা হয় যে, তার স্কুলের জন্য কোনো ল্যাপটপ লাগবে কিনা। আরও জানানো হয়, জেলা প্রশাসকের অফিসে ৩টা ল্যাপটপ বরাদ্দ এসেছে। তার বিদ্যালয়ে ১টি দেওয়া হবে। তবে যাতায়াত খরচ বাবদ ৯ হাজার টাকা দিতে হবে।
ওই শিক্ষক বিষয়টি স্কুল ম্যানেজিং কমিটির সভাপতিকে জানান। সভাপতি তাকে টাকা দিতে বলেন। তখন ওই শিক্ষককে একটি নগদ অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয় এবং সেখানে ৯ হাজার টাকা পাঠাতে বলা হয়। কোটালি গ্রামে নগদের কোনো এজেন্ট না থাকায় পার্শ্ববর্তী হরিশপুর গ্রামের বাজারে গিয়ে এই নগদ অ্যাকাউন্ট নম্বরে ৯ হাজার টাকা দেওয়া হয়। পরে জানা যায় বিষয়টি প্রতারণা।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমার সাহা জানান, এটা প্রতারণা বলে নিশ্চিত হওয়া গেছে।
ইউএনও শামীম ভূঁইয়া জানান, তিনি তাৎক্ষণিক ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছেন এবং থানায় একটি জিডি করা হয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। প্রতারককে আটক করতে কাজ করছে পুলিশ।
Leave a Reply