দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সাম্প্রদায়িক শক্তিই দেশের উন্নয়নে আগামী দিনগুলোতে বাধা হয়ে দাঁড়াবে। সাম্প্রদায়িক শক্তিকে নির্মূল না করতে পারলে আগামীর উন্নত বাংলাদেশ গঠন ব্যাহত হবে।
সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টার প্রতিবাদে বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আলোচনা সভায় বক্তারা এ কথা বরেছেন।
আজ রবিবার সন্ধ্যা ছয়টায় কুষ্টিয়া কাটাইখানা মোড়ে অবস্থিত পাবলিক স্কুলের হলরুমে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মতিউর রহমান লালটু, বঙ্গবন্ধু পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরফিন, বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুর রহমান বাবু, বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ড. আমানুর আমান ও ইসলামী বিশ^বিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তফা জামান হ্যাপাী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য শেখ সাহাবুদ্দিনের সঞ্চালনায় আলোচনায় বক্তারা বলেন বঙ্গবন্ধু এক দেশ এক জাতির এক অসাপম্প্রদায়িক বাংলাদেশের চিন্তা করেছিলেন। যেখানে সকল মানুষ মিলেমিশে বসবাস করবে। যেখানে ধর্ম হবে যার যার দেশ হবার। বক্তারা সাম্প্রদায়িক সকল অপশক্তিকে কঠোর হস্তে দমসের জন্য সরকারের প্রতি আহবান জানান।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি