শেখ ইমন,শৈলকুপা-ঝিনাইদহ/
‘রুখো সাম্প্রদায়ীকতা,বাড়াও সম্প্রীতি’ এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে দেশের বিভিন্ন এলাকায় মন্দির ভাংচুর ও সাম্প্রদায়ীক হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে।
শনিবার বেলা ৩টায় শৈলকুপা উপজেলা শহিদ মিনার চত্ত¦রে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ শৈলকুপা উপজেলা শাখা ।
এসময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সভাপতি গ্রিন বিশ্বাস,পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কালী প্রসাদ বিশ্বাস,পূজা উদযাপন পরিষদের ঝিনাইদহ জেলা প্রচার সম্পাদক লক্ষী কান্ত গড়াই,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সাধারণ সম্পাদক সনদ কুমার সাহা সহ উপজেলার সকল মন্দির কমিটির সভাপতি ও বিভিন্ন এলাকার হিন্দু ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা, দেশের বিভিন্ন এলাকায় মন্দির ভাংচুর ও সাম্প্রদায়ীক হামলায় জড়ীতদের দ্রুত আইনের আওতায় এসে কঠোর শাস্তির দাবি জানান।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি