প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৯:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২১, ৬:৪৩ পি.এম
কুমারখালীতে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কুমারখালী নাগরিক পরিষদের আয়োজনে মুল শহরে বিক্ষোভ মিছিল শেষে রেল স্টেশন সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় নাগরিক পরিষদের সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। এবং প্রধান বক্তা ছিলেন কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সামছুজ্জামান অরুন।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা পরিষদের সভাপতি মমতাজ বেগম, মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনছুর মজনু, যুদ্ধাকালীন সদকী ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিলাইদহ ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন খান তারেখ, কুষ্টিয়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. জয়দেব বিশ্বাস, কুমারখালী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. শংকর মজুমদার কাজল, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হারুন, সাধারণ সম্পাদক মনির হাসান রিন্টু প্রমুখ।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি