February 5, 2025, 7:01 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আব্দুস সালাম বলেছেন সাম্প্রদায়িক শক্তির অপতৎপরতা রুখতে ঐক্যের কোন বিকল্প নেই। এই ঐক্য হতে হবে মমনাদের মধ্যে। যে ঐক্য অতীতের দিকে তাকালে দেখতে পাওয়া যায়। যে ঐক্যের উপর ভিত্তি করেই এই দেশ স্বাধীন হয়েছিল। জাতির জন্য এখন দরকার আবার সেই ইস্পাত কঠিন ঐক্য।
প্রফেসর শেখ সালাম আজ (শনিবার) ইসলামী বিশ^বিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় শাখা বঙ্গবন্ধু পরিষদ কতৃক সাম্প্রদায়িক অপশক্তির সম্প্রীতি নষ্টের অপতৎপরতার বিরুদ্ধে আয়োজিত এক মানব বন্ধনে প্রধান অতিথিীর বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বলেন এই অপশক্তি যেটা করছে সেটা এক ধরনের উন্মাদনা। এটি রুখতে না পারলে দেশের ভাবমূর্তি বারবার ভ‚লুন্ঠিত হতে থাকবে।
তিনি বলেন যে বাংলাদেশের যে ইমেজ বিশ^ব্যাপী আজ গড়ে উঠেছে তা নষ্ট করতে একটি মহল তৎপর। তারা চায় বাংলাদেশ যেন উন্নত একটি দেশে পরিণত হতে না পারে, বাংলাদেশ যেন পিছিয়ে পড়া একটি দেশ হয়ে থেকে যায়। এরা দীর্ঘদিন ক্ষমতার বাইরে। ক্ষমতায় যেতে এরা উন্মত্ত হয়ে উঠতে পারে। তাই যা ঘটেছে তার চেয়েও ভয়ঙ্কর কিছু ঘটিয়ে বসতে পারে। এখানেই প্রয়োজন সজাগ দৃষ্টির।
বিশ্ববিদ্যালয় শাখা বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয় শাখা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরফিনের সঞ্চালনায় মানব বন্ধনে টেলিকনফারেন্সে শুভেচ্ছা বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. এসএ মালেক ও যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান লাল্টু।
আরো বক্তব্য রাখেন ইসলামী বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলামগীর হোসেন ভূইয়া, হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহা, পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন, ইংরেজী বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমান, কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদুর রহমান প্রমুখ।
Leave a Reply