October 30, 2024, 8:03 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত।
অভিযুক্ত যুবকের নাম আব্দুর বারেক (২৪)। তার বাড়ি দামুড়হুদা উপজেলার শিবনগর গ্রামে।
সোমবার রাত ১০ টার দিকে নির্যাতনের শিকার মেয়েটির বাবা বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় বারেকেরে বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। আজ ভোরে অভিযান চালিয়ে বারেককে গ্রেফতার করে পুলিশ।
দামুরহুদা থানায় দায়ের করা এজাহার থেকে জানা যায়, ঐ শিশুটি প্রায় পাশের বাসায় টেলিভিশন দেখতে যেত। গত ১১ অক্টোবর বেলা ১১ টার দিকে টেলিভিশন দেখতে গেলে বাড়িতে কেউ না থাকায় বারেক প্রথমে ঐ শিশুটিকে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখায়। এক পর্যায়ে তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে বারেক। বিষয়টি কাউকে না জানাতে বলে।
বিষয়টি কাউকে না বলে শিশুটি একই গ্রামে তার নানা বাড়ি চলে যায়। কয়েকদিন শিশুটি তার গোপনাঙ্গে প্রন্ড ব্যাথা অনুভব করে তখন সে কান্নাকাটি শুরু করে। পরে জিজ্ঞেস করলে ঘটনার বর্ণনা দেয় সে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান সোমবার রাত ১০টার দিকে শিশুটির পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা গ্রহন করা হয় এবং ভোরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে অভিযুক্ত বারেককে গ্রেফতার করা হয়।
ওসি জানান গ্রেফতারকৃত বারেককে মঙ্গলবার বিকেলে চুয়াডাঙা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত বারেককে কারাগারে পাঠায় এবং নির্যাতনের শিকার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানোর নির্দেশ দেয়।
Leave a Reply