October 30, 2024, 8:03 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর শেখ রাসেল স্মৃতি শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে রাসেল দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার রাত ৮ টায় পূর্ব মজমপুরে আলোচনাসভা ও কেক কাটার আয়োজন করা হয়।
আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় কুষ্টিয়া নাগরিক কমিটির সাধারণ সম্পাদক, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড. সেলিম তোহা। শেখ রাসেল স্মৃতি সংসদের ভারপ্রাপ্ত সভাপতি আনিসুজ্জামান ডাবলু’র সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি ছিলেন বিলুপ্ত কুষ্টিয়া মজমপুর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও সাবেক কুষ্টিয়া পৌর কাউন্সিলর রশিদা খানম ডলি। সভায় বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া পৌরসভার ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর শাহ্ জালাল ও মহিলা কাউন্সিলর হালিমা খাতুন বন্নি এবং পূর্ব মজমপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব ইউনুস আলী। সংসদের মহিলা সম্পাদক এ্যাড. নাজমুন নাহারের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সংসদের সাধারণ সম্পাদক রাশিদুজ্জামান খান টুটুল। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আমিরুল ইসলাম মকলু, সমাজ সেবক ইব্রাহিম খলিল নুহু, সংসদের সহ-সভাপতি এ্যাড. সেলিম সোহরাব, শরিফুল ইসলাম বিকুল, যুগ্ম-সম্পাদক রকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাছুদুর রহমান মাছুদ, অর্থ সম্পাদক শাহ্ আলম সান্টু, ধর্মীয় সম্পাদক মামুনুর রহমান মামুন ও সদস্য ফিরোজ প্রমুখ।
আলোচনা শেষে শেখ রাসেলের ৫৮ তম জন্মদিনের কেক কাটা হয় এবং শেখ রাসেলের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এদিকে শেখ রাসেল দিবস ২০২১ উপলক্ষ্যে সংসদের ভারপ্রাপ্ত সভাপতি আনিসুজ্জামান ডাবলু কুষ্টিয়া প্রেস ক্লাব নির্বাচনে (২০২১-২৩) দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক এবং সংসদের সাধারণ সম্পাদক রাশিদুজ্জামান খান টুটুূল কুষ্টিয়া জেলা ক্রীড়া সং¯’া নির্বাচনে (২০০০-২৪) সর্বো”চ ভোটে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় সংসদের পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।
Leave a Reply