December 22, 2024, 9:43 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
শেখ রাসেল আমাদের কাছে যেমন নির্মম শোকের প্রতীক, শেখ রাসেল তেমনী আমাদের কাছে বিসুভিয়াসের উদ্গীরণ থেকে বেড়িয়ে আসা দাবানলের মতোই। কারন ৭৫’র বিচারহীন নির্মমতার বিপরীতে আজ পর্যন্ত সেই নির্মম-নিষ্ঠুর খুনীদের বিচারের প্রতিটি আন্দোলনে শেখ রাসেল নামটি বারবার বাঙালীর রক্তকে টগবগ করে জ্বালিয়ে দিয়েছে। রাসেলের রক্তধারা একটি জাতির আবেগকে নির্মাণ করেছে। শুধু তাই নয় শিশু রাসেলের উপর সংঘটিত অমানবিক নিষ্ঠুরতা এ ভূ-খন্ড ছাড়িয়ে বিশ^ মানবতাকে ছুঁয়ে দিযেছে ; বারবার সচকিত করেছে ; খুনীদের বিরুদ্ধে নিয়ে গেছে। শিশু রাসেলের সেদিনের সেই নিস্পাপ রক্তধারা আজ বিশ^জুড়ে মানবতার প্রতীক।
শেখ রাসেল দিবস উপলক্ষ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সেমিনারে বক্তারা এ কথা বলেন।
জেলা প্রমাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রমাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মৃণাল কান্তি দে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্ম্দ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম। সেমিনারে কি-নোট উপস্থাপন করেন বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান। আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম টুকু ও কুষ্টিয়া জজ কোর্টের জিপি এডভোকেট আক্তারুজ্জামান মাসুম। আলোচনায় আরো অংশ নেন প্রবীন আওয়ামী লগি নেতা শেখ গিয়াস উদ্দিন মিন্টু, বিএমএ’ কুষ্টিয়া জেলা সাধারণ সম্পাদক ডা. আমিনুল হক রতন।
শিশু রাসেলের জন্মদিন উপলক্ষ্যে সরকার ঘোষিত জাতিয় কর্মসূচীর অংশ হিসেবে কুষ্টিয়া জেলা প্রশাসন দিনব্যাপী কর্মসূচী হাতে নেয়। দিবসের শুরুতে স্কুল বাচ্ছাদের সাথে নিয়ে কেক কাটা হয়।
বক্তারা আলো বলেন দখলদার পাকিস্থানী স্বৈরাচার বিরোধী আন্দোলন, বাঙালির বাঁচার দাবি ছয় দফা প্রণয়ন, ঊনসত্তরের গণআন্দোলন, মুক্তিযুদ্ধ এবং মহান স্বাধীনতা অর্জনের পর দেশগঠনের প্রচেষ্টা এতোসব কর্মমুখর সময়ের মধ্যে যিনি জন্ম নেন ও বেড়ে ওঠেন, তিনি শেখ রাসেল। বাঙালি জাতির জন্মলগ্নের তাৎপর্যপূর্ণ সময়গুলোজুড়ে কেটেছিল তার শৈশব। বাল্যকালেই যে সচেতনতা ও কোমল ব্যক্তিত্বের প্রতি”ছবি ফুটে উঠেছিল তার যাবতীয় কর্মকান্ডে, বেড়ে ওঠার সুযোগ পেলে হয়তো তিনি আজ বিশ্বব্যাপী পরিচিত কোনো মানবদরদী নাম হিসেবে আত্মপ্রকাশ করতেন, হয়তো হতে পারতেন একজন দেশপ্রেমিক সামরিক অফিসার, হয়তো আধুনিক বাংলাদেশের এক উজ্জ্বল পথিকৃৎ।
Leave a Reply