December 22, 2024, 9:12 pm
বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম সরকারের সহধর্মিনী ফিরোজা খানম লুছি মৃত্যুবরণ করেছেন। রবিবার সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন, মৃত্যুকালে তিনি স্বামী দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।
সোমবার বাদ জোহর কুষ্টিয়া পৌর কবরস্থান মসজিদ নামাজের জানাজা শেষে পৌর গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
এদিকে ফিরোজা খানম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মতিউর রহমান লালটু বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শামসুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ড.আমানুর আমানসহ অন্যান্য নেতৃবৃন্দ, তারা মরহুমের র“হের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান
Leave a Reply