December 21, 2024, 11:07 pm
জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় ৯৯৯ এ ফোন পেয়ে মজুদ করার সময় সরকারি বস্তায় করে রাখা ৭৩ বস্তা ভেজাল টিএসপি সার জব্দ করেছে পুলিশ। এসময় আটক করা হয় ওই কীটনাশক ব্যবসায়ীকে। আজ রোববার বিকেল ৩টার দিকে ভেজাল সার মজুদ ও বিক্রির অপরাধে ওই কীটনাশক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সারগুলো সরকারি বস্তায় রাখা ছিল। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক সজল আহমেদ জানান, সদর উপজেলার দত্তাইল গ্রামের রবিউল ইসলামের ছেলে নয়ন আলী একজন কীটনাশক ব্যবসায়ী। আজ ভোরে ঝিনাইদহ শৈলকুপা থেকে সরকারি বস্তায় ৭৩ বস্তা ভেজাল টিএসপি সার নিয়ে আসেন নয়ন আলী। ওই গ্রামেই এক বাড়ির গোয়াল ঘরে সারের বস্তাগুলো মজুদ করছিলেন তিনি। এসময় জরুরী পরিসেবা ৯৯৯ ফোন দিয়ে ভেজাল সারের বিষয়টি জানান এক কৃষক। পরে ঘটনাস্থলে গিয়ে সারের বস্তাগুলো জব্দ করে স্থানীয় সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা। আটক করা হয় কীটনাশক ব্যবসায়ী নয়ন আলীকে। পরে দুপুরে ভেজাল সার মজুদ ও বিক্রির অপরাধে ওই কীটনাশক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। ধ্বংস করা হয় জব্দকৃত ভেজাল সারগুলো। সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবায়ের মাসরুর জানান, কীটনাশক ব্যবসায়ী নয়ন আলীর লাইসেন্স জমা দিতে বলা হয়েছে। মূলত সার বিক্রির কোন অনুমোদন তার নেই।
Leave a Reply