December 22, 2024, 8:17 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাউল সাধক লালন সাঁইজির ১৩১তম তিরোধান দিবসে লালন গবেষণা ও সাধনায় বিশেষ অবদানের জন্য শিল্পকলা একাডেমি প্রথমবারের মতো ৭ গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করেছে।
গবেষণায় সম্মাননা পাচ্ছেন অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী এবং অধ্যাপক ড. শক্তিনাথ ঝা (ভারত)। লালন সাধনায় পার্বতী দাস বাউল (ভারত), ফকির মোহাম্মদ আলী শাহ (কুষ্টিয়া), ফকির আজমল শাহ্ (ফরিদপুর), নিজাম উদ্দিন লালনী (মাগুরা), শুরু বালা রায় (ঠাকুরগাঁও)।
এ উপলক্ষে ‘লালন স্মরণোৎসব’ ও সাধুমেলার ৩১তম আসরের আয়োজন করে শিল্পকলা একাডেমি। সেখানে এই সম্মাননা স্মারক তাদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন একাডেমির সচিব মো. আছাদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ এর যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। আলোচনা করেন ফকির নহীর শাহ্ ও দেবোরাহ জান্নাত।
Leave a Reply