October 30, 2024, 8:02 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেশে প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল রোববার (১৭ অক্টোবর) ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের মাধ্যমে এ পদ্ধতির যাত্রা শুরু হবে।
এদিকে আর সব বিশ^বিদ্যালয়ের মতো প্রস্তুত হয়েছে কুষ্টিয়ার ইসলামী বিম্ববিদ্যালও। এখানে ১৭ ও ২৪ অক্টোবর ও ১ নভেম্বর। অন্যদিকে ২ নভেম্বর এই বিশ্ববিদ্যালয়ের রিলিজিয়নভুক্ত ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।। এখানে ৭টি কেন্দ্রে মোট ৭ হাজার ৮৫টি সিট বসানো হয়েছে। এই বিম্ববিদ্যালয়ে পরীক্ষার্থী রয়েছে ১৩২০৩ জন। এর মধ্যে এ ইউনিটে (বিজ্ঞান) ৭ হাজার ৮৪জন, বি ইউনিটে (মানবিক) ৫ হাজার ২০ জন ও সি ইউনিটে (ব্যবসায়) ১ হাজার ৯৯ জন পরীক্ষার্থী রয়েছে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে সেজন্য বেশ কিছু ব্যবস্থা নেয়া হযেছে। দুর দুরান্ত থেকে আসা শিক্ষার্থীদের অভিভাবকদের বসার জন্য জায়গা করে দেয়া হয়েছে। পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক খোলা সহ বিভিন্ন ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
বিশ^বিদ্যালয়ের প্রক্টর প্রফেসর জাহাঙ্গীর হোসেন জানান সুশৃঙ্খলভাবে পরীক্ষা নিতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
বিশ^বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভ‚ঁইয়া জানান করোনার এই সময়ে সবকিছুই করা হচ্ছে সকল ঝুুঁকির কথা চিন্তা করে। তিনি আশা প্রকাশ করেন সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমান জানান সররকারী নিদের্শনাতে যেভাবে পরীক্ষা গ্রহনের বিষয় এসেছে ইবি কতৃপক্ষ সেটা ফলো করেই যাবতীয় প্রস্তুতি নিয়েছে। তিনি সবার সহযোগীতা কামান করেন।
উপাচার্য প্রফেসর ড. সেখ আব্দুস সালাম বলেন সকল অনিশ্চয়তা মাথায় নিয়েই একটি চলমান দুর্যোগের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন অনেক ক্ষেত্রে কিছু কিছু সমস্যা উদ্ভব হওয়া অসম্ভব কিছু নয়।
তিনি বলেন এক দীর্ঘ সময় বন্ধ থাকা প্রতিষ্ঠান চালু করতেই অনেক সময় পার হয়ে গেছে তারপরও যে সকল উদ্যোগ এক জায়গায় করে নিয়ে ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে সেটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে।
জিএসটিভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে জানানো হয়েছে, ১৭ অক্টোবর ‘এ’ ইউনিটে বিজ্ঞান, ২৪ অক্টোবর ‘বি’ ইউনিটে মানবিক এবং ১ নভেম্বর ‘সি’ ইউনিটে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের দুপুর ১২টা-১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হযেছে।
গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়/
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (নেত্রকোনা), বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
Leave a Reply