December 23, 2024, 2:12 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনার বাগেরহাটে দুটি প্লাস্টিকের ব্যাগে ১৮টি হরিণের চামড়াসহ দুইজনকে আটক করেছে র্যাব। শুক্রবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ।
আটককৃতরা হলেন- বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বহরবনিয়ার রফিজ উদ্দিন ফরাজীর ছেলে মো. আব্দুল হাকিম ও শরণখোলা উপজেলার সোনাতলার আলী মিয়া হাওলাদারের ছেলে মো. কামরুল ইসলাম। লেফটেন্যান্ট কর্নেল মোসতাক জানান, বৃহস্পতিবার গোপন তথ্যের ভিত্তিতে বাগেরহাট সদর উপজেলার বারাকপুর শ্রীহাট বাজারে অভিযান চালিয়ে হরিণের চামড়া বেচাকেনার সময় আব্দুল হাকিম ও কামরুল ইসলামকে আটক করা হয়। ঐ সময় তাদের কাছ থেকে দুটি বড় প্লাস্টিকের ব্যাগে ১৮টি হরিণের চামড়া, দুটি মোবাইল এবং দুই হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেন- তারা পরস্পর যোগসাজশে সুন্দরবন থেকে চামড়াসহ হরিণের মাংস সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বেশি দামে সরবরাহ করতেন। আটককৃতদের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন। ২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণার পর থেকেই সুন্দরবনের জীববৈচিত্র ফিরে আসছে। সুন্দরবনে হরিণ, বাঘসহ অন্যান্য বন্যপ্রাণীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ সুযোগ কাজে লাগয়ে কিছু দুষ্কৃতিকারী বন্যপ্রাণী শিকার ও চামড়া পাচারে মেতে উঠেছে। এসব দুষ্কৃতিকারীর বিরুদ্ধে র্যাব-৬ সুন্দরবনে ফলপ্রসু অভিযান পরিচালনায় তৎপর ভূমিকা পালন করছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ।
Leave a Reply