প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৮:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২১, ৭:৫৮ পি.এম
খোকসায় নাশকতার অভিযোগে ৩ জন আটক
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
খোকসায় নাশকতার অভিযোগে তিনজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা তিনজন হলেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা শুকুর আলী (৩৭), সবু শেখ (৩৭) মির্জা পুরের জাহাঙ্গীর আলম (৩২)
শুক্রবার জুম্মার নামাজের পর মুসল্লীদের নিয়ে কুমিল্লায় কোরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধন এর প্রস্তুতি কালে খোকসা থানার ওসি তদন্ত মামুনুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি ঝটিকা দলে তাদের তিনজনকে গ্রেফতার করে নিয়ে যায় পরে কুষ্টিয়া সদর থানা সার্কেল অফিসার এএসপি আতিকুল ইসলাম আটককৃতদের পৃথক পৃথক জিজ্ঞাসাবাদ করেছেন।
এদিকে আটককৃতদের বিষয়ে খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান জানান, জুম্মার নামাজের পর ফেস্টুন সহ তিন জনকে আটক করা হয়েছে। মামলার বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি।
অপরদিকে খোকসা উপজেলায় অন্য কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ জানা যায়নি।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি