প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২১, ৮:০৩ পি.এম
কুষ্টিয়া জেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক প্রতিমা বিসর্জন হলো খোকসাতে
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া জেলায় সবচেয়ে বেশি ৬৩ প্রতিমা বিসর্জন হলো খোকসা উপজেলায়। উপজেলা পূজা উদযাপন কমিটি ও থানা প্রশাসন সূত্রে জানা গেছে বিকেল সাড়ে ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত বিভিন্ন স্থানে হিন্দু সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজার প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়।
এদিকে দুর্গাদেবীর বিসর্জনকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবারও কালিবাড়ি মহাশ্মশানের পাশে গড়াই নদীর তীরে পৌরসভার বিভিন্ন প্রান্তের প্রতিমাগুলো একত্রিত করে বিসর্জন এর ব্যবস্থা করা হয়। এ উপলক্ষে এখানে গ্রামীণ একটি মেলা বসে নদীর তীরে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান জানান, সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা কে কেন্দ্র করে বেশ উৎকণ্ঠার মধ্যে দিয়েই আমরা কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শুক্রবার রাত আটটার মধ্যে সকল প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়েছে।
কালীবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুপ্রভাত মালাকার বলেন, করোনাকালীন কিছু প্রতিবন্ধকতা থাকলেও ধর্মীয় সকল আচার্যর মধ্য দিয়ে আনন্দ উৎসাহ দিয়ে এবার পূজা উদযাপন করেছি।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি