দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
কুষ্টিয়ার খোকসা হাসপাতলে সোমবার (১১ অক্টোবর) দুপুরে বিষপানে এক শিক্ষার্থীর আত্মহত্যা করার চেষ্টা করে ভর্তি হয়েছে।
বিষপানে গুরুতর অসুস্থ সুস্মিতা কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়ন এর এনায়েতপুর গ্রামের কৃষক সুরুজ আলীর মেয়ে। সে এনায়েতপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী সুস্মিতা (১৬)।
শিক্ষার্থী সুস্মিতার মা রোজিনা খাতুন জানান, অজানা কারণে কাউকে না জানিয়ে ঘরে রাখা বিষপান করেছে বেলা বারোটার সময়। টের পেয়ে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ জরুরী বিভাগে আনি। এ রিপোর্ট লিখা পর্যন্ত কি কারনে বিষপান করেছে টা জানা যাইনি
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আরএমও প্রেমাংশু বিশ্বাস জানান, সুস্মিতার পেট থেকে বিষ ওয়াস করা হয়েছে।
তিনি আরো বলেন শিক্ষার্থীর অবস্থা এখনো গুরুতর রয়েছে তবে ৭২ ঘন্টা পার হলে জানা যাবে তার কি অবস্থা হয়।
Leave a Reply