হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিদ্যুতের শর্ট সার্কিট পৌরসভার ৬ নং ওয়ার্ডের থানাপাড়া মালিগ্রামের দিনমজুর আক্কাস আলীর বসতবাড়ির সহ সবকিছু পুড়ে ভস্মীভূত হয়েছে। খোকসা ফায়ার স্টেশন অফিসার মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার বেলা পনে দুইটার সময় নিজ ঘর থেকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানালেন ফায়ার সার্ভিস কর্মকর্তা। সংবাদ পেয়ে খোকসা ফায়ার স্টেশনের অগ্নিনির্বাপক গাড়ি এসে ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে দিনমজুর আক্কাস আলীর সবকিছু পুড়ে ভষ্মিভূত ও সর্ব শান্ত হয়ে যায়।
খোকসা থানার এসআই মোজাম্মেল হোসেন ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি পরিদর্শন শেষে তিনি জানান, দিনমজুর আক্কাস আলীর বসতবাড়ি সহ ৩ টা ঘর ও সকল মালামাল পুড়েগেছে।
Leave a Reply