December 23, 2024, 3:02 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় এক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।
দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ-সরকারি পরিচালক নীলকমল পাল বাদী হয়ে ১১ অক্টোবর কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন।
ঐ কর্মকর্তার নাম আব্দুর রশিদ। তিনি জেলার কুমারখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আব্দুর রশিদ (৫৬) সরকারি কর্মচারী হয়ে অপরাধমূলক অসদাচরনের মাধ্যমে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ৩৩ লাখ ৯৫ হাজার ৩৬২ টাকা অর্জন ও দখলে রেখেছে।
এইঅসঙ্গতির জন্য দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারাসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের হয়েছে বলে জানান দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের ঐ কর্মকতা।
মো.আব্দুর রশিদের বাড়ি রাজবাড়ী জেলায়। চাকুরী সুবাদে তিনি এসে কুষ্টিয়া শহরের থানাপাড়ার চাঁদ মোহাম্মদ রোডে নিজস্ব বাড়ি করেন এবং সেখানেই বসবাস করছেন।
আব্দুর রশীদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, জানান সকল অভিযোগ মিথ্যা।
Leave a Reply