December 22, 2024, 2:08 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
অপসাংবাদিকতা রোধে গণমাধ্যম-সম্প্রচার আইন করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
তিনি বলেন, সাংবাদিকতার নামে নষ্টামি-ভণ্ডামি করলে মেনে নেওয়া হবে না। এরই মধ্যে অপসাংবাদিকতা রোধে গণমাধ্যম আইন এবং সম্প্রচার আইন করা হয়েছে।বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে একটি অনলাইন নিউজ পোর্টালের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, একটু সিঙ্গাপুর যান, সেখানে গিয়ে দেখেন ফ্রিডম কেমন। একটু আমেরিকা যান, সেখানে কথা বলেন দেখেন। বাংলাদেশের ফ্রিডম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এনেছেন। তিনি বাংলাদেশে ফ্রিডম অফ স্পিচ এনেছিলেন। ফ্রিডম অব স্পিচ কেউ বাঁশি ফু দিয়ে আনেনি। করুণা দিয়ে নয়, রক্ত দিয়ে বাংলাদেশ এনেছি।তিনি আরো বলেন, শেখ হাসিনার জন্য আমরা কোটি কোটি মানুষকে করোনার টিকা দিতে সক্ষম হয়েছি। আমাদের সব চাইতে বড় শক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী প্রমুখ।
Leave a Reply