দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সাপের কামড়ে শাহারুল ইসলাম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত শিশু শাহারুল ইসলাম দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের ভগিরাতপুর গ্রামের পুরাতনপাড়ার আব্দুল মকিমের ছেলে। সে স্থানীয় স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। দুই ভাই-বোনের মধ্যে শাহারুল সবার ছোট।শিশুটির বাবা আব্দুল মকিম বলেন, সন্ধ্যার পর হঠাৎ আমার ছেলে শাহাবুল অসুস্থ হয়ে পড়ে। এর কিছুক্ষণ পর ছটফট করতে করতে সে অজ্ঞান হয়ে যায়। তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শাহারুলকে মৃত ঘোষণা করেন।তিনি আরও বলেন, আমার ছেলে বিকেলে তার সহপাঠীদের সাথে খেলছিল। এর মধ্যে কোনো এক সময় তাকে সাপে কামড়িয়েছে।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর শিশু শাহাবুল ইসলামকে মৃত ঘোষণা করা হয়। তার পরিবারের সদস্যরা যে লক্ষণগুলো বলেছে সেগুলো বিশ্লেষণ করে সাপের কামড়ের বিষয়টি নিশ্চিত হয়েছি। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি