প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ২:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২১, ৫:৪০ পি.এম
কুষ্টিয়ার প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগে গ্রেফতার -১
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া পৌরসভার ২০ নং ওয়ার্ডের জগতি কৃষক পাড়ার ৫০ ঊর্ধ্ব এক বাকপ্রতিবন্ধী নারী কে ধর্ষণের অভিযোগে এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত বাপ্পি (২৭) একই এলাকার মণ্ডলপাড়া গুচ্ছ গ্রামের ফরিদ আলী মন্ডল এর ছেলে ।
এলাকাবাসী সুত্রে জানা যায়, ৩রা অক্টোবর দুপুর ৩ টার দিকে লম্পট বাপ্পি পঞ্চাশোর্ধ বাক প্রতিবন্ধী নারীর বাসায় গিয়ে ধর্ষণ করে । এলাকাবাসী আরো জানান, বাপ্পি এর আগেও এলাকার এমন আরো দুইটি ঘটনা ঘটিয়েছে । এদিকে বাকপ্রতিবন্ধী নারী ধর্ষণের ঘটনায় এলাকাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এই বিষয়ে কুষ্টিয়া পৌরসভার ৭ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর পারভীন হাসান বলেন, বাপ্পি এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে এর আগেও এলাকার মেয়েদের উত্যক্ত করার অভিযোগ আছে ।আমি তার বিচার প্রত্যাশা করছি ।
এই বিষয়ে ওই মহিলার ভাই বাদী হয়ে বুধবার ৬ অক্টোবর কুষ্টিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(১) ধারায় মামলা করেছেন । মামলা নং ৪ ।
ঘটনার সত্যতা স্বীকার করে, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বিরুল আলম জানান, এই বিষয়ে মডেল থানায় একটি মামলা হয়েছে এবং আমরা আসামিকে গ্রেফতার করেছি ।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি