শেখ ইমন,শৈলকুপা-ঝিনাইদহ /
ঝিনাইদহের শৈলকুপায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) উপশাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে কবিরপুর এমপি মার্কেটের দ্বিতীয় তলায় এ শাখা উদ্বোধন করা হয়। এ সময় অতিথি হিসেবে উক্ত শাখার উদ্বোধন করেন ইউসিবি’র খুলনা ও ফরিদপুর আঞ্চলিক প্রধান মো ফকির খাকতারুল আলম, ইউসিবি’র ঝিনাইদহ শাখা প্রধান মো: দবির উদ্দিন, যশোর শাখা প্রধান আব্দুল কাদের,ইউসিবি’র প্রধান কার্যালয়ের কর্মকর্তা ইশতিয়াক বুলবুল সহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের খুলনা ও ফরিদপুর আঞ্চলিক প্রধান মো ফকির খাকতারুল আলম তার বক্তব্যে বলেন, সময়ের পরিবর্তনে গ্রাহক চাহিদা এবং ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে এসেছে বহুমুখী বৈচিত্র, আর এই পরিবর্তনের সাথে সমন্বয় রেখেই সর্বোত্তম সেবা দিয়ে চলেছে ইউসিবি। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রধান বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওর্য়াকের মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করে আসছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি