October 30, 2024, 10:15 pm
বকুল চৌধুরীঃ
কুষ্টিয়ার মন্ডপে মন্ডপে প্রতিমা রঙতুলি কাজ চলছে। এবছরে কুষ্টিয়া জেলায় ২৫২টি মন্ডপে শারদীয়া দূগাপূজা উদযাপিত হবে ।হিন্দু ধর্মবলম্বীদের সর্ববৃহৎ ধমীয় উৎসব শারদীয়া দূর্গাপূজা উপলক্ষে কুষ্টিয়া জেলায় পূজা মন্ডপ গুলোতে ইতি মধ্যে মাটি লেপন কাজ শেষ হয়েছে এবং রঙতুলি কাজ চলছে । হিন্দু ধর্মবলীদের মধ্যে শারদীয় উৎসবের আগমনী বার্তা বয়তে শুরু করেছে। কুষ্টিয়াজেলা ২৫২টি মন্দির ও মন্ডপে দূগাপূজা অনুষ্ঠিত হবে ।২৫২টি মন্দির মন্ডপে প্রতিমা তৈরির কাজ সমাপ্ত হয়েছে। এর মধ্যে দোলতপুর উপজেলা ১৬টি মন্ডপে, ভেরামারা উপজেলা ৯টি মন্ডপে মিপুর উপজেলায় ২৩টি মন্ডপে, খোকসা উপজেলায় ৬৩টি মন্ডপে, কুমারখালী উপজেলায় ৫৯টি মন্ডপে ও কুষ্টিয়া সদর উপজেলায় ৮২ টি মন্ডপে প্রতিমা তৈরি কাজ সমাপ্ত করা হয়েছে এবং রঙতুলির কাজ চলছে ,
আগামী ১২ই অক্টোবর প্রতিমার বধন/আসন গ্রহণ হয়েছে, আজ ১৩ই অক্টোবর মহা ষষ্টী, আগামী ১৪ ই অক্টোবর মহা সপ্তমী,আগামী ১৫ই অক্টোবর মহা অষ্টমী, ১৬ই অক্টোবর মহা নবমী, ১৭ই অক্টোবর শুভ বিজয়ের দশমী ও প্রতিমা বিশজন মাধ্যমে পূজা সমাপ্ত ঘটবে।
হিন্দু ধর্মবলী পন্ডিতরা জানা যায় মা দেবী দূর্গা প্রতিমা স্বর্গে কৌলাস পর্বত হতে দেবী দূর্গা ঘোড়ায় চরে মর্তে আগমন এবং শুভ বিজয়ী দশমী বিশর্জন মাধ্যমে ভক্তদের কাদিয়ে দোলায় করে স্বর্গে কৌলাস পর্বতে গমন করবে। সরকার প্রতি মন্ডপে ৫শ কেজি করে চাউল ইতি মধ্যে বরাদ্ধ করেছে।
Leave a Reply