October 30, 2024, 8:03 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দীর্ঘ ১৭ মাস পর খুলছে ইসলামী বিশ্ববিদ্যালয়। সোমবার (৪ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৫৩ তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী আবাসিক হলসমূহ আগামী ৯ অক্টোবর থেকে খুলে দেওয়া হবে। সশরীর ক্লাস শুরু হবে ২০ অক্টোবর। এছাড়া ৫ অক্টোবর থেকে শিক্ষার্থীদের জন্য লাইব্রেরি খুলে দেওয়া হবে।
সিদ্ধান্ত অনুযায়ী ৯ অক্টোবর সকাল ১০ টায় স্বাস্থ্যবিধি মেনে হল সমূহ খুলে দেওয়া হবে। অন্তÍত এক ডোজ টিকা নেওয়া সাপেক্ষে কেবল আবাসিক শিক্ষার্থীরাই হলে উঠতে পারবে। আপাতত গণরুম থাকবে না। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে অন্যান্য সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে আবাসিক হলসমুহ খোলা ও ক্লাস যথারীতি চালু করার বিষয়ে একাডেমিক কাউন্সিলের ১২১ তম (জরুরী) সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশ^বিদ্যালয়ের আবাাসিক ৮টি হল খোলা ও যথারীতি ক্লাস চালু করবার বিষয়ে আলোচনা করা হয়। জরুরী সভায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ, আবাসিক হলগুলোর প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে ভাইস-চ্যান্সেলর হলগুলো পরিদর্শন করেন।
এর আগে গত রবিবার বিশ^বিদ্যালয়ের ৮টি আবাসিক হলের প্রভোস্টবৃন্দের সাথে আবাসিক হলগুলো খোলার আগে এক প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply