October 30, 2024, 8:04 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় মাড়োয়ারি এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠণ করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট মাড়োয়ারি ব্যবসায়ী ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ অজয় সুরেকা এবং সাধারণ সম্পাদক হযেছেন পবন কুমার সরাফ (পাপ্পু)।
এর আগে ১৭ সেপ্টেম্বর কুষ্টিয়া শহরের একটি রেস্তোরায় এসোসিয়েশনের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
ঐ সভাতে সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট কুষ্টিয়া মাড়োয়ারি এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠণ করা হয়।
কমিটির অন্য নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি সুরেশ তুলসান, যুগ্ম-সাধারণ সম্পাদক নরেশ কেশেরা, কোষাধ্যক্ষ নরেশ খৈতান, নির্বাহী সদস্য প্রদীপ সারাউদ্দিন, সুরেশ খৈতান, মহেন্দ্র তুলসান, গৌতম কেশেরা, প্রমোদ আগরওয়াল ও রন কেশেরা।
সভায় সর্বসম্মতিক্রমে নবগঠিত কমিটিকে শ্রী শ্রী গোপাল গোশালা’র রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেয়া হয়।
Leave a Reply