প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৪, ১০:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২১, ৮:০৬ পি.এম
খোকসায় মাধ্যমিক পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মাসিক মতবিনিময় সভা
হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলা মাধ্যমিক অফিসের আয়োজনে উপজেলার সকল মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানের নিয়ে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার জানিপুর ইউনিয়নের ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মান উন্নয়নে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজনে ইনোভেশন আইটিআই মহামারি করোনায় দীর্ঘ ১৮ মাস বন্ধের পর উপজেলার সকল প্রতিষ্ঠান প্রধান দের নিয়ে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত। সভায় শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে সঠিক শিক্ষার পরিবেশ গড়ে তোলাই এই মতবিনিময় সভার আয়োজন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ্ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আখতার, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শহিদুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক সরকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত সকল শিক্ষকদের উদ্দেশ্যে বক্তৃতারা বলেন, করোনা মহামারীর দীর্ঘ ১৮ মাসের শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি হয়েছে। এ সকল ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষক এবং শিক্ষার্থীদের সমন্বয় সাধন করে সিলেবাস করে শিক্ষা কার্যক্রমে আন্তরিক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি