দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার দৌলতপুরে মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পদ্মা নদী সংলগ্ন আবেদের ঘাটে এ সভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আফরোজ শাহীন খসরু’র সভাপতিত্বে মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, ফিলিপনগর ইউপি চেয়ারম্যান এ কে এম ফজলুল হক কবিরাজ, মহিষকুন্ডি বিজিবি কোম্পানী কমান্ডার আমজাদ হোসেন, আওয়ামী লীগ নেতা টিপু নেওয়াজ, দৌলতপুর থানার সাব-ইন্সপেক্টর মোহন সাহা ও স্থানীয় সুধী ওরুশ কবিরাজ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, দৌলতপুর মৎস্য কর্মকর্তা খোন্দকার সহিদুর রহমান।
আজ ৪অক্টেবর থেকে ২৫অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশ সংরক্ষন, আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধের লক্ষ্যে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২১ সফল করার জন্য নদীপাড়ের মানুষকে সচেতন করতে এ জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি