December 22, 2024, 2:50 pm
আন্তর্জাতিক ডেস্ক/
বন্দুক নিয়ে হাতাহাতি ও ধস্তাধস্তি বেধেছিল বাবা-ছেলের মধ্যে। সেই সময়ে হঠাৎই বাবার হাত থেকে বন্দুক পড়ে গিয়ে ছিটকে বের হয় গুলি। এ ঘটনায় আহত হয়েছেন ছেলে।
সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ভারতের কলকাতায়। এই ঘটনায় প্রমোদ কুমার নামে প্রাক্তন ওই সেনাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গুলিবিদ্ধ অবস্থায় তার ছেলে পবন কুমারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।শুক্রবার সকালে পবন কুমারের বাড়িতে গেলে তার পরিবারের লোকজন ঘটনাটি সম্পর্কে কিছু বলতে চাননি। তবে ওই পরিবারের এক প্রতিবেশী লাল্টু সরকার জানান, বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ হঠাৎই বাজি ফাটার মতো একটি আওয়াজ শুনতে পান তারা। এর কিছুক্ষণের মধ্যেই দেখেন, বাড়ির গেট খুলে বেরিয়ে আসছেন পবন। দু’পা দিয়ে রক্ত বেরোচ্ছে।
ওই যুবক কোনও রকমে জানান, বাবার বন্দুক থেকে গুলি বেরিয়ে তার পায়ে লেগেছে। জখম হয়েছে তাদের পোষ্য কুকুরটিও।লাল্টু বলেন, পবনের কথা শুনে আমরা হকচকিয়ে যাই। সঙ্গে সঙ্গে আমি মোটরবাইকে চাপিয়ে ওকে হাসপাতালে নিয়ে যাই।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতে মাঝেমধ্যেই প্রমোদদের বাড়ি থেকে উচ্চ আওয়াজ পেতেন তারা। বৃহস্পতিবার রাতেও তেমন আওয়াজ শুনে প্রথমে খুব একটা গুরুত্ব দেননি। কিন্তু এমন গুলি চালানোর ঘটনা যে ঘটবে, তা ভাবতে পারছেন না তারা।
পুলিশ জানিয়েছে, প্রমোদের দোনলা বন্দুকের লাইসেন্স রয়েছে। কোনও একটি বিষয় নিয়ে বাবা ছেলের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়েছিল। সেই সময়ে হঠাৎ বন্দুক বার করেন প্রমোদ। ছেলে সেই বন্দুক কেড়ে নেয়ার চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি। তখনই প্রমোদের হাত থেকে বন্দুকটি পড়ে গুলি বেরিয়ে য়ায়। বন্দুকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
Leave a Reply