প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২১, ৭:৩৬ পি.এম
কুমারখালীতে মদসহ দুই সুইপার আটক! ছেড়ে না দেওয়ায় থানায় মলমূত্র ঢেলে দেয়ার হুমকি
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে ৫০ লিটার বাংলা (চোলাই) মদসহ হরিজন পল্লীর দু’জনকে আটক করেছে থানা পুলিশ। আটকদের ছাড়িয়ে নিতে থানায় মলমূত্র ঢেলে দেয়ার হুমকি দিয়েছে উপজেলার পৌরসভার হরিজন পল্লীর সদস্যরা।
শনিবার (২ অক্টোবর) দুপুরে হরিজন পল্লীর প্রায় অর্ধশত নারী পুরুষ কুমারখালী থানায় উপস্থিত হয়ে এই হুমকি দেন। এ সময় তারা থানার মধ্যে থেকে বালতি ভর্তি মলতুলে নিজেদের শরীরে মাখে ও থানাতে ঢেলে দেয়ার হুমকি দেন।
তবে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাকিব হাসন পরিস্থিতি স্বাভাবিক করতে তাদেরকে শান্ত করেন। একপর্যায়ে থানার কেচি গেট আটকিয়ে দেয়া হয়।
পুলিশ জানিয়েছে, ওই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকের মামলা হয়েছে।
আটক মাদক ব্যবসায়ী কুষ্টিয়া পাঁচ রাস্তার মোড় হরিজন পল্লীর ছেদিয়া বাঁশফোড়ের ছেলে উজ্জ্বল বাঁশফোড় ও বাদল বাঁশফোড়ের ছেলে জীবন বাঁশফোড়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের চড়াইকোল আলাউদ্দিন নগর এলাকা থেকে কুমারখালী থানার এসআই নজরুল সঙ্গীয় ফোর্সসহ দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। আসামিদের থানায় নিয়ে আসা হলে কুমারখালী পৌরসভার হরিজন পল্লীর প্রায় ৫০ জন নারী পুরুষ থানা চত্বরে এসে আসামিদের ছেড়ে দেয়া না হলে বালতিতে মল নিয়ে ঢেলে দেয়ার হুমকি দেয়। এ সময় পুলিশ কঠোর অবস্থানে থেকে তাদেরকে নিয়ন্ত্রণ করে।
এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, ৫০ লিটার মদসহ দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হবে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি