October 30, 2024, 8:03 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সূচকের দাম বৃদ্ধির মধ্য দিয়েই সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ পার করেছে দেশের পুঁজিবাজার। আলোচিত সপ্তাহে (২৬ থেকে ৩০ সেপ্টেম্বর) পাঁচ কার্যদিবসে লেনদেন হয়েছে। সপ্তাহের প্রথমদিন রোববার সূচকের পতন হয়েছিল। পরের চারদিন সূচক বৃদ্ধি হয়েছে। এতে নতুন করে বিনিয়োগকারীদের পুঁজি বেড়েছে (বাজার মূলধন) সাড়ে চার হাজার কোটি টাকা।বাজার পর্যালোচনায় দেখা গেছে, বিদায়ী সপ্তাহে মোট পাঁচ কার্যদিবস লেনদেন হয়েছে। এতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক (ডিএসইএক্স) আগের সপ্তাহের চেয়ে ৭৮ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ৭ হাজার ২৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময় ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ১১ দশমিক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৯২ পয়েন্টে দাঁড়িয়েছে এবং ডিএস-৩০ সূচক ৩৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৭১০ পয়েন্টে দাঁড়িয়েছে।এ সময় ডিএসইতে ৩৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৬টির শেয়ারের দাম বেড়েছে। এছাড়া কমেছে ২২১টির আর অপরিবর্তিত রয়েছে ১১টি শেয়ারের দাম। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া ৩৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬২টির শেয়ারের দাম বেড়েছিল। এছাড়া কমেছিল ১৯৮টির আর অপরিবর্তিত ছিল ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।বেশিরভাগ কোম্পানির শেয়ার দাম কমলেও বড় মূলধনী কোম্পানির শেয়ারের দাম বাড়ায় সূচক বেড়েছে। গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন অর্থাৎ বিনিয়োগকারীদের পুঁজি বেড়েছে সাড়ে চার হাজার কোটি টাকার বেশি। তার আগের সপ্তাহে বিনিয়োগকারীদের বাজারমূলধন বেড়েছিল আড়াই হাজার কোটি টাকা।ডিএসইর তথ্য মতে, আগের সপ্তাহের চেয়ে ডিএসইর বাজার মূলধন চার হাজার ৫০৬ কোটি ৫৪ লাখ ১ হাজার ৬৭৩ টাকা বেড়ে ৫ লাখ ৮১ হাজার ৫৪৩ কোটি ১২ লাখ ২৯ হাজার ৬৫৫ টাকায় অবস্থান করছে। যা এর আগের সপ্তাহে ছিল ৫ লাখ ৭৭ হাজার ৩৬ কোটি ৫৮ লাখ ২৭ হাজার ৬৫৫ টাকা।বিদায়ী সপ্তাহে ডিএসইতে পাঁচ কার্যদিবসে মোট ১১ হাজার ১৪৫ কোটি ৬৬ লাখ ৪৭ হাজার ৩৩৪১ টাকা লেনদেন হয়। এর আগের সপ্তাহে মোট পাঁচ কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ হাজার ৭০৯ কোটি ৪৯ লাখ ২৮ হাজার ৮১১ টাকা। অর্থাৎ, আগের সপ্তাহের চেয়ে লেনদেন বেড়েছে ১ হাজার ৪৩৬ কোটি ১৭ লাখ ১৮ হাজার ৫২৩ টাকা। যা শতাংশের হিসেবে ১৪ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে।অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পাঁচ কার্যদিবসে মোট ৪৫৫ কোটি ৯৭ লাখ ৫০ হাজার ৯৩৭ টাকা লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩২৫ কোটি ৮০ লাখ ৪০৭ টাকা লেনদেন। অর্থাৎ, লেনদেন বেড়েছে। এতে সিএসইর প্রধান সূচক সিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ২৩১ পয়েন্ট বেড়ে ২১ হাজার ৩৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ১৮৬টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ারের দাম।
Leave a Reply