দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে দুইজন এবং উপসর্গ নিয়ে মারা যান দুইজন।
শুক্রবার (১ অক্টোবর) সকাল ৯টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ৪৫ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১৬ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২৯ জন।
তিনি আরও জানান, কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৩০৪টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৭ জনের। শনাক্তের হার ৫ দশমিক ৯ শতাংশ। কুষ্টিয়ায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত মারা গেছেন ৭৬৭ জন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি