December 22, 2024, 3:15 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় ইয়ুথ পাওয়ার কমিউনিটি কুষ্টিয়া জেলার উদ্যোগে শতাধিক পথ শিশু,সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইয়ুথ পাওয়ার কমিউনিটির প্রজেক্ট অফ “আহার” প্রকল্পের আওতায় খাদ্য বিতরণ করা হয়েছে।
কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র ৪ রাস্তার মোড়ে ইয়ুথ পাওয়ার কমিউনিটি প্রধান উপদেষ্টা ড.আমানুর আমানের অফিস থেকে ১ম পর্বের খাদ্য বিতরণ করা যায় পরে ২য় পর্ব শহরের বিভিন্ন জায়গায় ৫ টি গ্রুপে বিভক্ত হয়ে এসব বিতরণ করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহারিয়ার নাফিজের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা, সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান, দৈনিক কুষ্টিয়া ও দ্য কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান।
এসময় তিনি বলেন,ইয়ুথ পাওয়ার কমিউনিটি একটি বেসরকারি সেচ্ছাসেবী সংগঠন। তারা নিজেরা নিজেদের টিফিনের, হাত খরচের টাকা থেকে জমানো টাকায় মানবতার কল্যাণে কাজ করে। অসুস্থ্যদের পাশে দাঁড়ায়, শীতার্থদের জন্য শীতবস্ত্র বিতরণ, অনাহারীর মুখে খাবার তুলে দেওয়ার মতো কাজও তারা করে থাকে। এই ছোট ছোট ছেলে মেয়েরা বিভিন্ন নেশা ও খারাপ পথে না গিয়ে এখনি সমাজে ভাল কাজে এগিয়ে গেছে আশা করি এই যুবরাই একদিন কুষ্টিয়াকে দেশকে এগিয়ে নিয়ে যাবে।
এসময় উপস্থিত ছিলেন ইয়ুথ পাওয়ার কমিউনিটি কেন্দ্রিয় পরিষদের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল আহাদ,সহ সভাপতি নাবিলা- বিনতে -এহসান,কুষ্টিয়া পরিষদের সহসভাপতি মারজান জামান রাহি, সাধারন সম্পাদক আরেফিন ফয়সাল জারিফ,যুগ্ন সাধারণ সম্পাদক নাফিজ ইকবাল,সুমাইয়া জামান বৃষ্টি,উম্মে সুরাইয়া,মো হাসিব,শেখ জাওয়াদুল আঞ্জুম জিতু,খালিদ রহমান,মিডিয়া বিভাগের প্রধান রুন্তিভা ফাইরোজ,এছাড়াও উপস্থিত ছিল সকল এসোসিয়েটরা।
Leave a Reply