October 30, 2024, 8:03 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
অধস্তন আদালতের জামিনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অন্তবর্তী আদেশ ও রায় প্রকাশ্য আদালতে সংশ্লিষ্ট পক্ষ বা তাদের আইনজীবীদের উপস্থিতিতে ঘোষণা করার জন্য বিচারকদের প্রতি নির্দেশনা জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বুধবার হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে নিম্ন আদালতগুলোর বিচারকের জামিনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অন্তবর্তী আদেশ ও রায় প্রকাশ্য আদালতে সংশ্লিষ্ট পক্ষ বা তাদের আইনজীবীদের উপস্থিতিতে ঘোষণা করার নির্দেশ দেওয়া হলো। আদালতের রায় অনুযায়ী উল্লিখিত নির্দেশনা অনুসরণ করার জন্য অধস্তন সব আদালতের বিচারককে নির্দেশ দেওয়া হলো।’
উল্লেখ্য, অধস্তন আদালতে প্রায়ই শুনানি শেষে রায় বা আদেশ এজলাসে থেকে বিচারকরা ঘোষণা করে থাকেন। যা নিয়ে আইনজীবী ও বিচারপ্রার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝি দেখা দেয়। বিষয়টি প্রধান বিচারপতির নজরে এলে তার নির্দেশেই সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে নোটিশটি জারি করা হয়।
Leave a Reply