হুমায়ুন কবির/
কুষ্টিয়ার খোকসা উপজেলার খোকসায় ইউনিয়নের মুড়াগাছা নামক স্থানের মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার সময় সাহায্য চাইতে এসে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢুলে পড়েন অজ্ঞাত ষাটোর্ধ্ব মহিলা।
মৃত্যু মহিলার বয়স আনুমানিক (৬২)। জানাগেছে অজ্ঞাত মহিলা (৬২) সাহায্য চাইতে খোকসা মোড়াগাছা বাজারের পাশে মাস্টার বাড়িতে আসে। সাহায্যে চাওয়ার পাঁচ মিনিট পর বুকের ব্যাথায় মৃত্যুর কোলে ঢুলে পড়েন।
খোকসা ইউনিয়ন পরিষদের মেম্বর আব্দুল বারিক খোকসা থানায় সংবাদ দেয়।
খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান জানান, মৃত্যু অজ্ঞাত মহিলা (৬২) লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া হাসপাতের মর্গে পাঠানো হয়েছে।
পরিচয় সনাক্তের জন্য বিভিন্ন থানায় তার বার্তা প্রেরণ করা হয়েছে
Leave a Reply