হুমায়ুন কবির, খোকসা/
সারাদেশের নাই কুষ্টিয়ার খোকসা উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মান বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমীর উদ্যোগে উপজেলা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার মেজবাহউদ্দিন এর সভাপতিত্বে এসকল অনুষ্ঠানেঅন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক সরকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও শিক্ষার্থীগণ। পরে চিত্রাংকন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এছাড়াও উপজেলার বিভিন্ন মাধ্যমিক উচ্চমাধ্যমিক প্রাথমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এসকল অনুষ্ঠানের বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর সভাপতিত্বে ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অন্যান্য সদস্য এবং বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে উপজেলার বিভিন্ন দপ্তরের স্ব-স্ব কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
Leave a Reply