প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৯:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২১, ৮:৪১ পি.এম
খোকসায় পূজা উদযাপন পরিষদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
কুষ্টিয়ার খোকসায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে খোকসা কেন্দ্রীয় কালীমন্দিরাঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খোকসা শাখার উদ্যোগে ভোলা জেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্রের মুক্তির দাবিতে এবং কুষ্টিয়া জেলা সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দুদের নির্যাতন নিপীড়ন ও আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নির্মিত মূর্তি ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে । সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের খোকসা শাখার সভাপতি সুধাংশু কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক নারায়ন মালা কার, খোকসা কালীবাড়ি কমিটির সভাপতি সুপ্রভাত মালাকার, পূজা উদযাপন পরিষদের তথ্য ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রঞ্জন ভৌমিক, মুক্তিযোদ্ধা সুভাষ কুমার বিশ্বাস, সহ-সভাপতি বিমল কুমার ভৌমিক, সদস্য রতন কুমার মন্ডল ও সুজিত কুমার বিশ্বাস প্রমুখ ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা কখনো মেনে নেয়া যায়না । বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুর ও হিন্দুদের নির্যাতন ও নিপীড়নের তীব্র প্রতিবাদ জানানো হয় । পরিশেষে বক্তারা ভোলা জেলার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্রের মুক্তি দাবি করেন
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি