প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৭:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২১, ৮:৫৭ পি.এম
কুষ্টিয়ার কুমারখালীতে আবাদি জমিতে রহস্যজনক গভীর গর্ত !
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে সোমবার সকালে ওই উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি গ্রামের আবাদি জমির মাঝখানে গর্ত দেখে জমির মালিক ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।জমির মালিক লোকমান হোসেন শেখ জানান, প্রতিদিনের মতো সকালে এসে আবাদি জমির মাঝখানে ৩ ফুট গভীর গর্ত এবং গর্তের পাশে বাঁশ, মোটা রশি, বস্তা ও পুরনো ইট পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। তিনি ধারণা করেন হয়তো, তার জমিতে লাশ পুঁতে রাখা হয়েছে। এই সংবাদ প্রচার হলে শতাধিক এলাকাবাসী ঘটনাস্থলে এসে ভিড় জমান। এ সময় কুমারখালী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে গর্তের মধ্যে থাকা রাসায়নিক দ্রব্যজাতীয় পদার্থ দেখতে পান। এ সময় তারা জমির মালিককে গর্ত বন্ধ করার নির্দেশ দেন এবং গর্তের আশপাশে ও ভেতরে থাকা রাসায়নিক পদার্থ জাতীয় বস্তু নমুনা হিসেবে সংগ্রহ করেন।
এ বিষয়ে কুমারখালী থানার ইন্সপেক্টর (তদন্ত) রাকিব হাসান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আশপাশে পড়ে থাকা ও গর্তের মধ্যে থাকা রাসায়নিক পদার্থ জাতীয় বস্তু সংগ্রহ করা হয়েছে। এখনও পর্যন্ত বিষয়টির রহস্য উন্মোচন করা সম্ভব হয়নি। তবে গর্তের ভেতর ও আশপাশের রাসায়নিক দ্রব্য পরীক্ষা করে রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা হবে
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি