প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩, ২০২৫, ৯:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২১, ৮:৩০ পি.এম
খোকসায় এলাকাবাসীর উদ্যোগে রাস্তা সংস্কার
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের গোসাইডাঙ্গী গ্রামের জন চলাচলের অযোগ্য রাস্তাটি নিজেরাই সংস্কার করেছেন এলাকাবাসী। এলাকাবাসীর উদ্যোগে শুক্রবার থেকে রোববার পর্যন্ত ৪ টি খন্ডে প্রায় ১ কিলোমিটার রাস্তার সংস্কারের জন্য স্থানীয় চেয়ারম্যান প্রার্থী ও এলাকাবাসী প্রায় লক্ষাধিক টাকা ব্যয় করেছেন বলে জানাগেছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, ৩ কিলোমিটার দৈর্ঘ্য কাঁচা রাস্তাটির বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত ও কাদা পানিতে ডোবা। ভ্যান সহ বিভিন্ন যানবাহন নিয়ে চলাচল করতে গিয়ে পথচারীরা হচ্ছেন ভোগান্তির শিকার।
গোসাইডাঙ্গী গ্রামের বাসিন্দা উত্তর জয়ন্তীহাজরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবাহান জানান, গোসাইডাঙ্গী গ্রামের এলজিইডির এই রাস্তাটি কখনও সংস্কার হয়নি। জনগুরুত্বপূর্ণ এমন রাস্তা বাংলাদেশের কোথাও কাঁচা আছে কিনা আমার জানা নেই। এই রাস্তা দিয়ে ভবানীগঞ্জ পুলিশ ক্যাম্প, স্কুল, কলেজ, বাজার ও শহরে হাজার হাজার লোক চলাচল করে।
বছরের ৪/৫ মাস রাস্তাটি পানিতে ডুবে থাকে। প্রয়োজনের সময় বাইরে যেতে হলে মোটরসাইকেল রেখে লাফিয়ে লাফিয়ে চলতে হয়। বাচ্চারা স্কুলে যাবার সময় অনেকে কাদা পানিতে একাকার হয়ে বাড়িতে ফিরে যায়। এতোদিন পর অত্র অঞ্চলের বাসিন্দাদের অনুরোধে আমবাড়িয়া ইউনিয়নের আব্দুস সামাদের আর্থিক সহায়তায় রাস্তার বিভিন্ন খানাখন্দ বালির বস্তা দিয়ে সংস্কার করে জন চলাচলের উপযোগী করে তোলা হচ্ছে।
এলাকাবাসী হাছেন আলী প্রামানিক, আকামদ্দিন প্রামানিক ও মো. জাহিদ হোসেন জানান, এলাকার জনপ্রতিনিধিরা জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি সংস্কারের জন্য কেউই এগিয়ে আসেননি। বর্ষা মৌসুমে তাদের ভোগান্তির শেষ থাকেনা।
এ বিষয়ে বর্তমান আমবাড়িয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান খান বিষু বলেন, ২৫ বছর আগে তিনি একবার এই রাস্তাটি মাটি দিয়ে সংস্কার করেছিলেন। তারপর থেকে এ পর্যন্ত আর কেউ রাস্তাটি সংস্কারের জন্য এগিয়ে আসেনি।
তিনি আরো জানান গত বছর গোসাইডাঙ্গীর আব্দুস সামাদ তাকে সাথে নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান নির্বাহী প্রকৌশলীর সাথে দেখা করলে তারা জানান টেকনিক্যাল ত্রুটির কারনে রাস্তাটির উন্নয়ন হচ্ছে না
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি